Results

সিজিডিএফ অডিটর পরীক্ষার রেজাল্ট ২০২৪ [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স]

সিজিডিএফ অডিটর পরীক্ষার ফলাফল ২০২৪ [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় রেজাল্ট]

সিজিডিএফ অডিটর পরীক্ষার রেজাল্ট ২০২৪ [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় চাকরির পরীক্ষা ফলাফল] সকলের সুন্দর জীবন ও সুস্থতা কামনা করে শুরু করছি, উক্ত আর্টিকেলটি আশা করছি সকলে ভালো আছেন। আমরা আবারও নতুন একটি চাকুরী পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজীর হলাম। যেখানে আজকে আমরা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় চাকরির পরীক্ষা ফলাফল নিয়ে কথা বলবো। এক, এক করে জানবো সিজিডিএফ অডিটর রেজাল্ট প্রকাশের তারিখ, রেজাল্ট বা ফলাফল দেখার পদ্ধতি। তাই কোন তাড়াহুড়া না করে, পুরো আর্টিকেলটি ভালো করে দেখুন ও পড়ুন।

সিজিডিএফ অডিটর পরীক্ষার রেজাল্ট ২০২৪

আপনারা যারা, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় তথা সিজিডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করেছিলেন। তাঁদের নিয়োগ পরীক্ষা ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। গত ১ই অগাস্ট, ২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছিল সিজিডিএফ চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে মাত্র একটি “অডিটর” পদে দেওয়া হয় উক্ত বিজ্ঞপ্তিটি। যার অনলাইনে আবেদন ৫ই অগাস্ট থেকে শুরু হয়ে চলে ২৫ই অগাস্ট, ২০২৪ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত। সিজিডিএফ অডিটর নিয়োগ পরীক্ষা সম্পন্ন শেষে, এখন রেজাল্টের অপেক্ষায় প্রার্থীরা।

সিজিডিএফ অডিটর ফলাফল ২০২৪

গত ৫ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশ করা হয় বহুল প্রতীক্ষিত সিজিডিএফ অডিটর পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী। তারপর ১১ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রকাশ করা হয়, উক্ত পদের প্রাথমিক বাছাই এমসিকিউ পরীক্ষার আসন বিন্যাস। ঘোষিতও সময়সূচী ও আসন বিন্যাস অনুসারে ২১ সেপ্টেম্বর, ২০২৪ শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে সিজিডিএফ অডিটর পরীক্ষা। প্রথম ধাপের প্রাথমিক বাছাই পরীক্ষা বিকাল ৩ টায় শুরু হয়, ১ ঘণ্টা চলে শেষ হয় ৪ টায়। রাজধানীর মতিঝিল স্কুল ও কলজে সহ মোট ১৩২ টি কেন্দ্রে অনুষ্ঠিত অডিটর পরীক্ষা হয় মোট ৭০ নম্বরের মাঝে।

পরীক্ষা শেষে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, এবারের অডিটর পদের পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছে। তাঁদের ভাষ্য মতে, আগেও সিজিডিএফ অডিটর পদের পরীক্ষা হয়েছে, তবে এবারের মতো প্রশ্নের মুখোমুখি আগে তারা হয়নি। ইতোমধ্যেই আমরা সিজিডিএফ অডিটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪ দিয়েছি। যে দেখে আপনি, যাচায় করতে পারেন, আপনার কতটি উত্তর সঠিক হয়েছে। উল্লেখ্য যে, ৩৮৪ টি শূন্যপদে অডিটর পোস্টের প্রাথমিক বাছাই নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেছেন মোট ২ লক্ষ ৭৯ হাজার ৪ শত ৩৮ জন প্রার্থী। প্রার্থী সংখ্যা কিছুটা বেশি হাওয়ায়, সিজিডিএফ অডিটর রেজাল্ট প্রকাশে দেড়ি হতে পারে।

PMGSC Result 2024 | Office Postmaster-General Southern Circle

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স রেজাল্ট 2024

অবশেষে প্রকাশ করা হয়েছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়ের চাকুরীর নিয়োগ পরীক্ষার ফলাফল। যা সিজিডিএফ অফিচিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অডিটর পদের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট, প্রকাশের পর দেখা যায়, ৬% হারে মোট উত্তীর্ণ হয়েছেন ৬ শত ১৪ জন প্রার্থী। যারা এখন পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার অংশ নিতে পারবে। উল্লেখ্য যে, সিজিডিএফ অডিটর লিখিত পরীক্ষার তারিখ, প্রকাশ হতে এখানে জানিয়ে দেওয়া হবে।

Oneresultbd

Oneresultbd specializes in educational result tracking and analysis.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *