Exam Dates

বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ (প্রবেশপত্র)

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ (প্রবেশপত্র)

বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ (প্রবেশপত্র) পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, চাকরির নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নতুন আর্টিকেল সবাইকে আমন্ত্রণ। আজকে যেখানে আমরা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড নিয়ে আলোচনা করব। রেলওয়ে পয়েন্টম্যান পদের পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি দেখানো হবে। তাই আপনি যদি বাংলাদেশ রেলওয়ে পয়েন্টম্যান পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেন তাহলে নিচের অংশে চোখ রাখুন।

বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪

৭৬২টি শূন্যপদের পয়েন্টম্যান পদের প্রথম ধাপের mcq প্রশ্ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। যে পরীক্ষায় পয়েন্টম্যান পদের অংশগ্রহণ করবে মোট ২ লাখ ৪৫ হাজার ৭৩৪ জন প্রার্থী। উক্ত পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হলেও, নির্ধারিত সময় এডমিট কার্ডে উল্লেখ করা হবে। তাই পরীক্ষা পরবর্তী আপনাকে আবশ্যিকভাবে পয়েন্টম্যান পদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। নিচের অংশে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে কিভাবে পয়েন্টম্যান পদের এডমিট কার্ড ডাউনলোড করবেন তা ক্রমান্বয়ে দেখানো হলো।

  • প্রথমেই বাংলাদেশ রেলওয়ে এডমিট কার্ড প্রকাশিত ওয়েবসাইটটি পরিদর্শন করুন- ▶ br.teletalk.com.bd/admitcart.php
  • এবার মেসেজ পাঠানো ❝ইউজার আইডি ও পাসওয়ার্ড❞ দিন
  • এখন ❝সাবমিট বাটনে❞ ক্লিক করে, এডমিট কার্ড এর পিডিএফ ফাইল ডাউনলোড করুন

রেলওয়ের পয়েন্টম্যান প্রবেশ পত্র ডাউনলোড ২০২৪

প্রবেশপত্র বা এডমিট কার্ড যেকোনো পরীক্ষায় অংশ নিতে যাওয়ার ছাড়পত্র। কারণ প্রবেশপত্র ছাড়া আপনাকে কোন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। প্রবেশপত্রের ভিত্তি করেই আপনার প্রার্থিতা যাচাই করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে পয়েন্টম্যান পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে। সংগ্রহ বা ডাউনলোড করে আপনাকে উক্ত পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে পয়েন্টম্যান পদের নিয়োগ পরীক্ষা মোট ৭০ নম্বরে অনুষ্ঠিত হবে যার প্রশ্ন ৪টি বিষয়কে প্রণয়ন করা হবে।

সম্ভাব্য এ পরীক্ষার পরিচালনার দায়িত্ব থাকবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পয়েন্টম্যান পরীক্ষার পাস নম্বর মোট ১০০ নম্বরের ভিতর ৫০ (সেই অনুসারে প্রথম ধাপের লিখিত পরীক্ষার পাশ নম্বর ৩৫)। বাংলাদেশ রেলওয়ের পয়েন্টম্যান এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ করুন হাতে সময় রেখে পরীক্ষার আগে। কারণ যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ে প্রবেশপত্র ডাউনলোডকৃত সাইডের সার্ভার ডাউন হয়ে যেতে পারে।

Tottho Apa Jatiyo Mohila Sangstha Result 2024 | totthoapa.gov.bd

বাংলাদেশ রেলওয়ের এডমিট কার্ড ২০২৪

প্রকাশ করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টম্যান পদের বাছাই পরীক্ষার সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নিদের্শাবলী। যা গত ২৩ আগস্ট, ২০২২ তারিখ মঙ্গলবার প্রকাশ করা হয় রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd তে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী রেলওয়ে পয়েন্টম্যান পদের নিয়োগ প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী ৮ নভেম্বর, ২০২৪ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত পরীক্ষাকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যেই পয়েন্টম্যান পদের এডমিট কার্ড প্রকাশ করেছে।

Oneresultbd

Oneresultbd specializes in educational result tracking and analysis.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *